ডিমলায় ভ্রাম্যমান আদালতে অবৈধ কারেন্ট জাল জব্দ
https://www.obolokon24.com/2020/07/dimla_24.html
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ডিমলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মাছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ বিরোধী অভিযানে ১ লক্ষ ৭৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে নানা কর্মসূচী নিয়ে ৭দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ এর শুভ-উদ্বোধন করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ সপ্তাহের ৩য় দিন বৃহস্পতিবার বিকেলে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানী হাট-বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোছা. শামীমা আক্তার, ডিমলা থানার পুলিশের এসআই আতিকুর ইসলাম আতিক সহ সঙ্গীয় ফোর্স। জব্দকৃত অবৈধ জালগুলো ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের সামনে সাধারণ জনগণের সামনে আগুনে পুরে ফেলার পূর্বে উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষে আজ এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময় তিনি আরো জানান, চলমান ভ্রাম্যমান আদালতের বিষয়টি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা দোকান খেলা রেখে পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা করা সম্ভব হয়নি। এর পর যদি উপজেলায় কোন ব্যবসায়ীর কাছে নিষিদ্ধ ঘোষিত অবৈধ কারেন্ট জাল পাওয়া যায় তাৎক্ষনিক ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।