ডোমারে পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি।
https://www.obolokon24.com/2020/07/blog-post_24.html
নীলফামারীর ডোমারে মুজিব বর্ষ উপলক্ষে পৌর ছাত্রলীগ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২৩জুলাই) বিকালে ডোমার মহিলা ডিগ্রী কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল শাহ্ আপেল। এ সময় উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌর প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান মঞ্জুু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, যুগ্ন আহবায়ক রফিকুজ্জামান রুবেল, গনেশ কুমার আগরওয়ালা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায়, পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রায়, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা যুব মহিলালীগের আহবায়ক আসমা সিদ্দিকা বেবী প্রমূখ উপস্থিত ছিলেন। ওই কলেজে ৩ শতাধীক ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন অতিথিগণ।
#