জলঢাকায় ৫ জুয়ারির ৩ দিনের জেল


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ৫ জুয়ারির ৩ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ১৮৬৭ এর ৪ ধারায় তাদের ৩ দিনের বিনাশ্রম জেল প্রদান করেন। জানা যায়, বুধবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানা পুলিশ এক অভিযান চালিয়ে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পুর্ব বালাগ্রামের আজহারুল ইসলামের মিল চাতাল থেকে জুয়া খেলার সময় তাদের আটক করে। আজ বিকেলে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহবুব হাসান তাদের ৩ দিনের সাজা দিয়ে জেলহাজতে প্রেরন করেন। আসামীরা হলেন, পুর্ব বালাগ্রাম এলাকার এনামুল হক(৩৫) পিতা মফেল উদ্দীন, সামসুল হক (৩৫) পিতা হাফিজুর রহমান, আহেদ আলী (৩২) পিতা মোহাম্মদ আলী, আজিজুল ইসলাম (৩০) পিতা জমর উদ্দীন ও শাহিনুর রহমান (২৮) পিতা ছাইদুল ইসলাম। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4631266164145256077

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item