হরিপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হেলথ কেয়ার প্রোভাইডার
https://www.obolokon24.com/2020/07/blog-post_62.html
ঠাকুরগাঁওয়ের হরিপুরে করোনা ভাইরাসে উপজেলার ওচুয়া কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, ওচুয়া কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার আল মামুন রশিদ স্বাস্থ্য সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছে।
তার নমুনা গত ১৬ জুলাই তারিখ সংগ্রহ করে পাঠানোর পর ১৮ জুলাই রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওচুয়া কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার আল মামুন রশিদ জানান, আমি আক্রান্ত হওয়ার সময় কিছু লক্ষণ বুঝতে পারি আমার শরীল দূর্বল লাগছে, শরীলে জ্বর জ্বর ভাব, গলা ব্যাথা তখন আমি ডাক্তারদের আবগত করি এবং তারা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে বলে আমি করোনা ভাইরাসে আক্রান্ত।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএএইচএসটিও মনিরুলজ্জামান খান বলেন, স্বাস্থ্য সেবা দিতে গিয়ে ওচুয়া কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার আল মামুন রশিদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার চিকিৎসা চলছে।