পাগলাপীরে ভারী বর্ষনে শতাধিক পরিবার পানি বন্দি
https://www.obolokon24.com/2020/07/rangpur_19.html
হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের বিভিন্ন পাড়ামহল্লায় ভারী বর্ষনের পানিতে মানুষজনের ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, পকুর, জলাশয়, ডোবা তলিয়ে বিভিন্ন জাতের মাছ বেরিয়ে এবং শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর মধ্যে জীবন-যাপন করছেন। রবিবার ১৯ শে জুলাই ভোর ৪টা থেকে দিনভর নিরবিচ্ছিন্ন ভারী বর্ষনের পানিতে এ পরিস্থিতি বিরাজ করছে। জানাগেছে ভারী বর্ষনের পানিতে পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহাদেবপুর চওড়াপাড়া, বাংরীপাড়া, মাহাশ্বপাড়া, ৭নং ওয়ার্ডের গোকুলপুর চওড়াপাড়া, বৈরাগীপাড়া, মন্ডলপাড়া, নামাপাড়া, চেরকাপাড়ায় মানুষজনের ঘর-বাড়ি, রাস্তাঘাটে পানি উঠছে ও পুকুর ডোবা পানিতে তলিয়ে বিভিন্ন জাতের বেরিয়ে পরেছে। ৫নং ওয়ার্ডের হরকলি গ্রামের বাসিন্দা আব্দুর রহিম, ৭নং ওয়ার্ডের ক্ষত্রিপাড়া গ্রামের বাসিন্দা আওয়ামীলীগ নেতা সুমন চন্দ্র রায়, নামাপাড়া গ্রামের বাসিন্দা অপি মিয়ার প্রায় ৫লক্ষ টাকার ক্ষতির শিকার হয়েছে । পানি বন্দি মানুষরা নিজ ঘরে থাকার কোন ব্যবস্থা না থাকায় পাশের গ্রামে কিংবা আত্মীয়-স্বজনের বাড়িতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর মধ্য দিয়ে জীবন-যাপন করছেন।গোকুলপুর চওড়াপাড়ার বাসিন্দা ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন সহ ক্ষতিগ্রস্থ পরিবারের মানুষরা সাংবাদিককে বলেন, স্থায়ী ভাবে পানি নিষ্কাশনের জন্য পাড়া-মহল্লায় কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতের পানিতে রাস্তা-ঘাট ও মানুষজনের ঘর-বাড়ি হাটু পানি উঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পরছে। এ বিষয়ে অত্র ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ থাকায় সাক্ষাৎ নেওয়া সম্ভব হয়নি।