নীলফামারীতে তিন নারী সহ নতুন করে আরো ৫ জন করোনা পজেটিভ

নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারী জেলায় নতুন করে তিন নারী সহ আরও পাঁচজনের শরীরে করোনা পজেটিভ এসেছে। আজ শনিবার(১১ জুলাই/২০২০) সন্ধ্যা ৭টায় সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
নতুন করে করোনা পজেটিভদের মধ্যে ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের ৫৯ বছরের এক নারী। সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের নিজপাড়ার ২৫ বছরের এক নারী, একই উপজেলার কাজিপাড়া এলাকার ২৬ বছরের এক নারী, সৈয়দপুর শহরের গোলাহাট রেলকলোনী এলাকার ৫২ বছরের একজন এবং নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বড় সংগলশী বচাপাড়া গ্রামের ৩৫ বছরের একজন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৮৩ জন। নীলফামারী সদরে ১৯৫জন, জলঢাকা উপজেলায় ৮৩জন, সৈয়দপুর উপজেলায় ৭১জন, ডিমলা উপজেলায় ৫২জন, ডোমার উপজেলায় ৪৪জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৮জন। এর মধ্যে সুস্থ্য হয়ে ফিরে গেছে ৩৩৮। ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ১৩ জন। মারা গেছেন ১ নারীসহ ৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন।

পুরোনো সংবাদ

হাইলাইটস 1997179211498751589

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item