ডোমারে কারেন্ট জাল আটক, ভ্রাম্যমান আদালতে জরিমানা
https://www.obolokon24.com/2020/07/blog-post_41.html
নীলফামারীর ডোমারে কারেন্ট জাল আটক করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে ।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার বিকালে উপজেলার বোড়াগাড়ী হাটে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন। এ সময় অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় এবং ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ১হাজার ৫শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক মনোয়ার হোসেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আখতার, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি সাখাওয়াত হোসেন, ক্ষেত্র সহকারি (প্রকল্প) শফিকুল ইসলাম, ডোমার থানা পুলিশ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর হতে প্রচারনামূলক মাইকিং সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়। আগামী ২৭ জুলাই এর মধ্যে মৎস্য সপ্তাহ সমাপ্ত হবে।
#