কুড়িগ্রাম সদরে ত্রাণের ১৩ বস্তা চালসহ অটো চালক আটক


হাফিজুর রহমান হৃদয়,  কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদরে হলোখানা ইউনিয়নে ত্রাণের ১১ বস্তা চালসহ এক অটোচালককে আটক করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আখের মোড় এলাকা থেকে আটক করা হয়। আটক কৃত অটোচালকের নাম মকবুল হোসন। তিনি অত্র ইউনিয়নের টাপুরচর গ্রামের মৃত দীল মোহাম্মদের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় ত্রাণের চাল কুড়িগ্রাম শহর পথে নিয়ে যাওয়ার পথে সুভারকুটি এলাকায় ১১ বস্তা চালসহ স্থানীয়রা আটক করে প্রশাসনকে জানায়। এসআই প্রলয়ের নেতৃত্বে ভেরভেরী গ্রামে অভিযান চালিয়ে আরও ২ বস্তা চাল জব্দ করা হয়।

এসআই প্রলয় বলেন, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 4794561572419708573

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item