বাংলাবান্ধা স্থলবন্দর ৬দিন বন্ধ


মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা ছয়দিন বন্ধ থাকবে পঞ্চগড় জেরাধীন তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর।
আগামী ৫ আগস্ট বুধবার থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু করা হবে চতুর্দেশীয় এই স্থলবন্দরে।

পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্থলবন্দর সূত্র জানায়, করোনা সংকটের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে এই বন্দর দিয়ে সীমিত পরিসরে ভারত থেকে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি করা হচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল এক্সপোর্টার এসোসিয়েশন, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড, ইজারাদার প্রতিষ্ঠান এটিআই লিমিটেড, সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন ও শ্রমিক সংগঠনগুলোর যৌথ মতামতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, দেশের অর্থনীতিতে একটি স্থলবন্দরের ভূমিকা উল্লেখযোগ্য।
এ জন্য করোনা সংকটেও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এই স্থলবন্দরের কার্যক্রম চালু আছে। ঈদুল আজহা উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে ছয়দিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8543336541924517174

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item