পঞ্চগড়ে কৃষক বাজার উদ্বোধন
https://www.obolokon24.com/2020/07/Panchagar_3.html
পঞ্চগড়ে কৃষক বাজার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) সকালে জেলা শহরের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠে ফিতা কেটে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
কৃষকরা যাতে তাদের উৎপাদিত শাকসবজি, ফলমূল এবং মসলা জাতীয় ফসল পাইকার-মহাজন মধ্যস্বত্বভোগীদের ছাড়াই নিজেরাই বাজারজাত করে ন্যায্য মূল্য পান তা নিশ্চিত করতে জেলা কৃষি বিপণন দপ্তর এই বাজার স্থাপন করেছেন। ক্রেতারা এখান থেকে সাশ্রয়ী মূল্যে টাটকা ও সতেজ কৃষিজ পণ্য কিনতে পারবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হানিফ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আবু হোসেন, কৃষি বিপণন অধিদপ্তরের জেলা বাজার কর্মকর্তা মো. আব্দুল গফুর, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম প্রমুখ।
প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার এই দুই দিন সকাল ৮টা থেকে এই বাজার বসবে।