ডোমারে ইজি বাইক থেকে ছিটকে নদীতে তিন শিশু,দুই শিশু নিখোঁজ


নীলফামারী প্রতিনিধি ব্যাটারী চালিত ইজিবাইক থেকে ছিটকে দুই আপন ভাই বোন সহ তিন শিশু নদীতে পড়েছে। আজ শুক্রবার(৩ জুলাই/২০২০) বেলা তিনটার সময় নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী-আমবাড়ি সড়কের ভাঙ্গা ব্রীজ নামক দেওয়াই নদীতে এ ঘটনায় এক শিশু উদ্ধার হলেও আপন ভাইবোন দুই শিশু নিখোঁজ রয়েছে। 
এলাকাবাসী সহ ডোমার ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় ডুবুরী দল এসে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেস্টা করলেও এ রির্পোট লিখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা যায়, ডোমার উপজেলার জোড়াবাড়ি গ্রামের মজিবর রহমানের স্ত্রী রওশনারা বেগম(৫৫) তার ছোট মেয়ের দুই সন্তান লিপু(১০) ও ন‚রে জান্নাত মনি(৫) সহ বড় মেয়ের বাড়ি গোমনাতীতে বেড়াতে যায়। ঘটনার সময় তারা বড় মেয়ের ৬ বছরের ছেলে মনোয়ার হোসেন সহ ব্যাটারী চালিত ইজিবাইকে করে জোড়াবাড়ি গ্রামে ফিরছিল। পথে ওই ব্রীজের ভাঙা অংশে ইজিবাইকটির চাকা পড়ে গেলে ইজিবাইকে থাকা তিন শিশু নদীতে ছিটকে পড়ে যায়। এ অবস্থায় ইজিবাইকে থাকা শিশু তিনটির নানী রওশনারা বেগমও নদীতে ঝাপিয়ে পড়ে। তিনি তার বড় মেয়ের ছেলে মনোয়ার হোসেনকে উদ্ধার করতে পারলেও ছোট মেয়ের দুই সন্তানকে খুঁজে পায়নি। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকার শতশত মানুষজন জাল নিয়ে ছুটে আসে। ছুটে আসে ডোমার ফায়ার সার্ভিস। বিকাল ৫টার দিকে রংপুর হতে ডুবুরী দল এসে উদ্ধার কাজে অংশ নেয়। এলাকাবাসী নদীর বিস্তৃর্ণ এলাকায় জাল ফেলে নিখোঁজ শিশু দুইটিকে উদ্ধারের চেষ্টা করছে। নিখোঁজ শিশু দুইটি জোড়াবাড়ি গ্রামের রব্বানীর ছেলে মেয়ে।
এদিকে ডোমার ফায়ার সর্ভিসের ইনচার্জ ফরহাদ হোসেন জানান, নদীতে প্রচন্ড স্্েরাত। রংপুর হতে তাদের ডুবুরী দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করছে। # 

পুরোনো সংবাদ

নীলফামারী 5157146939490360118

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item