জলঢাকায় অবৈধ কারেন জাল জব্দ। ১৮ হাজার টাকা জরিমানা


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি পিরানহা মাছ  জব্দ করা হয়েছে । এসময় অবৈধ কারেন্ট জাল বেচাকেনার অভিযোগে ৫ ব্যবসায়ীকে ১৬ হাজার ও পিরানহা মাছ বিক্রির দায়ে ১ মাছ ব্যবসায়ীকে ২ হাজার  টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারি হাটে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, এসআই আরিফ, মৎস্য দপ্তরের  ক্ষেত্র সহকারী সিরাজুল ইসলাম ও পেশকার জাহাঙ্গীর কবির মিশু  প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান   জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে জলঢাকা উপজেলার টেংগনমারি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৫ ব্যবসায়ীর দোকান থেকে ৫ হাজার মিটার অবৈধ  কারেন্ট জাল ও ১ মাছ ব্যবসায়ীর দোকান থেকে ৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। এ সময় ঐ ৬ ব্যবসায়ীর বিরুদ্ধে মৎস্য রক্ষা সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ (ক) ধারার অপরাধে ৫(২)(খ) ধারা মোতাবেক ৬ টি মামলা ও ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উল্লেখ্য দেশব্যাপী ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।        

পুরোনো সংবাদ

নীলফামারী 4988609733911692673

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item