করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সুভা’র উদ্যোগে ৮শ’ মাস্ক বিতরণ


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 চলমান প্রাণঘাতী বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নীলফামারী সৈয়দপুরে আট শত মাস্ক বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশনের (সুভা) উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ওই মাস্ক বিতরণ করা হয়।
 শহরের পাঁচমাথা মোড়ে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ। 
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশনের (সুভা) সভাপতি নওশাদ আনসারীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
 মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে জনসচেতনতামূলক কার্যক্রমের প্রসার অত্যন্ত জরুরী ও গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছর থেকে স্বেচ্ছাসেবী সংগঠন সুভা উপজেলাজুড়ে নানা রকম জনকল্যানমূলক কাজ করে আসছে। আর মাস্ক বিতরণসহ সুভার জনকল্যানমূলক সব রকম কার্যক্রমে উপজেলা প্রশাসন তাদের সঙ্গে রয়েছে।
সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশন ‘সুভা’র সভাপতি নওশাদ আনসারী জানান, আমাদের সংগঠনের অন্তর্গত ২৩ টি সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক বিভিন্ন দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন পয়েন্টে জনসাধারণকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করাসহ যারা মাস্ক পড়েননি তাদের বিনামূল্যে মাস্ক দিয়েছে। আমাদের এই কর্মসূচী আরও কয়েক দিন চলবে। এর মধ্যে আমরা লিফলেট বিতরণও করবো।    
 প্রসঙ্গত, বিদ্যমান করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক নানা কর্মসূচির গ্রহণ করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন (সুভা)। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট, রেডজোন এলাকাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা, স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ।কর্মসূচীর অংশ হিসাবে সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশন ‘সুভা’র স্বেচ্ছাসেবকরা ওই মাস্ক বিতরণ করেন। শহরের পাঁচ মাথা মোড়, সৈয়দপুর প্লাজা, মদিনা মোড়, দুই নম্বর রেলওয়ে গেট, শহীদ স্মৃতি অম্লাল চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে মাস্ক বিতরণ করা হয়েছে। এতে সুভার শতাধিক স্বেচ্ছাসেবকরা অংশ গ্রহন করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7060552762804608925

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item