নীলফামারীতে করোনায় মৃত্যু ১ নতুন করে ৪ চীনা নাগরিক করোনা আক্রান্ত


নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে করোনা পজেটিভে আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক (৮৫) নামের সাবেক এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ জনে। এ ছাড়া নতুন করে উত্তরা ইপিজেডের ৪ জন চীনা নাগরিকের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার(২ জুলাই/২০২০) সন্ধ্যা সাড়ে ৭টায় সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে প্রাপ্ত ১ জুলাই’এর রির্পোটে এ তথ্য পাওয়া গেছে। সেখানে উত্তরা ইপিজেডের ৬৫ জন চীনা নাগরিকের নমুনায় নতুন করে ৪ জন করোনা পজেটিভ। পজেটিভ ৪জনেই উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর। এর আগে গত ২৯ জুন উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর একজন ৩৭ বছরের চীনা নাগরিক ও গত ২২ জুন একই কোম্পানীর ওয়ারহাউজের একজন কর্মকর্তার করোনা পজেটিভ হয়। তারা দুইজনে চিকিৎসাধীন ও সুস্থ্য রয়েছেন। 

এদিকে নীলফামারীর সৈয়দপুর শহরের টেকনিক্যাল কলেজপাড়ায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল রাজ্জাক গতকাল বুধবার(১ জুলাই/২০২০) রাতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর রকরোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন। নমুনায় গত ২৯ জুন তাঁর করোনা ভাইরাস পজিটিভ ফলাফল আসে। তার শারীরিক অবস্থা নাজুক হওয়ায় তাকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছিল। 

অন্যদিকে জেলা স্বাস্থ্য বিভাগ স‚ত্র মতে, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫২জন। এর মধ্যে সদরে রয়েছেন ১১৫ জন, জলঢাকা উপজেলায় ৬৮ জন, সৈয়দপুর উপজেলায় ৫০ জন, ডিমলা উপজেলায় ৫০ জন, ডোমার উপজেলায় ৪০ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৯ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ২৬৪ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ১ নারীসহ ৭ জন। #

পুরোনো সংবাদ

হাইলাইটস 979240644655890040

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item