পীরগাছায় গৃহবধুর মরদেহ উদ্ধার


পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় বাবার বাড়িতে তরকারি আনতে গিয়ে নিখোঁজের ২০ ঘন্টা পর আকলিমা বেগম(৩০) নামে এক গৃহবধ‚র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার অনন্তরাম গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিন সন্তানের জননী আকলিমা বেগম ওই গ্রামের ফজলুল হকের স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল বুধবার রাত ৮টার দিকে স্বামীর বাড়ি থেকে পাশের বাবার বাড়িতে তরকারি আনতে যান আকলিমা বেগম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনের বাড়িসহ সর্বত্র খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। 
অনন্তরাম গ্রামের নরুল হকের মেয়ে আকলিমা বেগমের সঙ্গে পাশের বাড়ির ফজলুল হকের দীর্ঘদিন আগে বিয়ে হয়। ফলজুল হক পুলিশের উপ-পরিদর্শক হিসেবে খিলখেত থানায় কর্মরত। তাদের তিন সন্তান রয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আকলিমার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে আকলিমাকে হত্যা করে তার মরদেহ পুকুরে ফেলা রাখা হয়েছিল।##

পুরোনো সংবাদ

রংপুর 7734423851387355691

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item