কিশোরগঞ্জে প্রথম নারী ইউএনওর যোগদান
https://www.obolokon24.com/2020/07/Corons_28.html
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন রোকসানা বেগম। তিনি এ উপজেলায় প্রথম একজন নারী কমর্কতা।
উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ২৭ জুলাই যোগদান করেন এবং আজ ২৮ জুলাই বিকালে আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ উপজেলার দায়িত্বভার গ্রহন করেন। এসময় বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজের প্রধানগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কমর্চারীসহ সকলেই ইউএনও আবুল কালাম আজাদকে বিদায় সংবধর্না প্রদান করেন এবং সেই সাথে নবাগত ইউএনও রোকসানা বেগমকে বরন করে নেন।
নবাগত ইউএনও রোকসানা বেগম এর আগে মিঠাপুকুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ছিলেন। তিনি ৩৩তম বিসিএসে যোগদান করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে এটিই তার প্রথম কর্মস্থল।