পঞ্চগড়ে স্বাস্থ্য কর্মীসহ আরো ৪ জন করোনা আক্রান্ত

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:


পঞ্চগড়ে নতুন করে এক স্বাস্থ্য কর্মীসহ আরো চার জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় দুইজন এবং তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় একজন করে দুজন।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ওই স্বাস্থ্যককর্মী তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেলিমেডিসিন অপারেটর। করোনা সন্দেহে নমুনা সংগ্রহের পর থেকেই তিনি নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
অপর দিকে, সদর উপজেলার আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি পঞ্চগড় পৌর এলাকার রৌশনাবাগে। অপর জন মাগুড়া ইউনিয়নের আয়মা ঝলই এলাকার। আর দেবীগঞ্জ উপজেলার আক্রান্ত কিশোরীর বাড়ি সদর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায়। তারা তিনজনই ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী।
গত ৩০ মে তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর বুধবার তাদের করোনা পজেটিভ এসেছে।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট এক হাজর ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ২২৩ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ৮৪ জনের শরীরে করোনা পজিটিভি এসেছে। ১৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এবং দুই জনের মৃত্যু হয়েছে। বাকীদের আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

পুরোনো সংবাদ

হাইলাইটস 2082828581945120408

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item