ডিমলায় কিশোর-কিশোরীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান


 ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
: নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের হতদরিদ্র সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৩-জুন) সকালে আরডিআরএস বাংলাদেশ ডিমলা উপজেলা শাখা অফিস চত্ত্বরে বে-সরকারী সংস্থা এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে চলমান নোভেল ভাইরাস (কোভিড-১৯) সংক্রামন এড়াতে উপস্থিত ক্লাবের সকল কিশোর-কিশোরীদের নিয়ে সচেতনতা ও নানা দিকনির্দেশনা মূলক আলোচনা সভা শেষে ইউনিসেফ এর সহযোগিতায় ইসিএম প্রকল্পের ৮০ জন হতদরিদ্র কিশোর-কিশোরীদের কে আর্থিক হিসেবে ১ লক্ষ ১০ হাজার ৭৫ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

 এ সময় সোনার তরী, আশার আলো, আমরাও পারি, চলো পাল্টাই ও আর্দশ কিশোর-কিশোরী কাবের সকল সদস্যবৃন্দ সহ বাংলাদেশ আরডিআরএস উপজেলা শাখার এরিয়া ম্যানাজার নিখিল চন্দ্র অধিকারী, এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আমির হোসেন, ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর ববিতা আক্তার উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6864242662011241445

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item