জলঢাকায় সোনালী ব্যাংক কর্মকর্তা সস্ত্রীক করোনায় আক্রান্ত
https://www.obolokon24.com/2020/06/blog-post_21.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় এক ব্যাংক কর্মকর্তা স্ত্রীসহ (কোভিড ১৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি জলঢাকা সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার রেজাউল করিম ও তার সহধর্মিণী উত্তর দেশীবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা খাইরুন নাহার তামান্না। পারিবারিক সুত্রে জানা যায়, ১০ জুন থেকে জ্বর ও কাশি অনুভব হলে তারা সস্ত্রীক ১৩ তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দেয়। গতকাল শনিবার ২০ জুন রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের রিপোর্টে তাদের দেহে করোনা পজেটিভ ধরা পরে। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনে সুস্থ আছে বলে জানিয়েছে তাদের পরিবার। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীরের নেতৃত্বে মেডিকলে টিম শনিবার রাতে ব্যাংক কর্মকর্তার গ্রামের বাড়ী বগুলাগাড়ীতে গিয়ে চিকিৎসা প্রদান করে আরো ৭ দিন তাদেরকে বাড়ীতে আইসোলেশনে থাকার নির্দেশ প্রদান করে। অন্যদিকে একইদিনে জলঢাকা পৌরসভায় আরো দুইজন করোনায় আক্রান্ত হয়। তারা হলেন ৬ নং ওয়াডের মুদিপাড়ায় ১ জন নারী ও সবুজপাড়ায় ১জন ছাত্রী। এনিয়ে জলঢাকা উপজেলায় মোট আক্রান্ত ৫৭ জন। ২ জন মারা গেছে। সুস্থ হয়েছেন ১৫ জন। অন্যান্যরা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন আছে।