নীলফামারীতে একজন চিকিৎসক সহ নতুন করে আরও ৩ জন করোনা পজেটিভ


নীলফামারী প্রতিনিধি॥ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের সংখ্যায় নীলফামারী জেলায় নতুন করে আরও ৩ জন পজেটিভ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার(৩০ জুন/২০২০) সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে প্রাপ্ত ২০ ও ২৯ জুনের রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
করোনা পজেটিভ নতুন ৩জনের এর মধ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলার পুরাতন বাবুপাড়ার একজন চিকিৎসক। ডোমার উপজেলার বামনিয়া ইউনিয়নের বারোবিশা গ্রামে ৫৭ বছরের একজন ও কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামে ৪০ বছরের একজন। 
সূত্র মতে, এ নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো ৩৪১ জন। এর মধ্যে নীলফামারী সদরে ১১০, জলঢাকা উপজেলায় ৬৭, ডিমলা উপজেলায় ৪৯, সৈয়দপুর উপজেলায় ৪৭, ডোমার উপজেলায় ৩৯ ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৯ জন। মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৪৩ জন। 

পুরোনো সংবাদ

হাইলাইটস 3306323479682139226

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item