নীলফামারীতে একজন চিকিৎসক সহ নতুন করে আরও ৩ জন করোনা পজেটিভ
https://www.obolokon24.com/2020/06/Nilphamari_30.html
নীলফামারী প্রতিনিধি॥ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের সংখ্যায় নীলফামারী জেলায় নতুন করে আরও ৩ জন পজেটিভ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার(৩০ জুন/২০২০) সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে প্রাপ্ত ২০ ও ২৯ জুনের রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
করোনা পজেটিভ নতুন ৩জনের এর মধ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলার পুরাতন বাবুপাড়ার একজন চিকিৎসক। ডোমার উপজেলার বামনিয়া ইউনিয়নের বারোবিশা গ্রামে ৫৭ বছরের একজন ও কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামে ৪০ বছরের একজন।
সূত্র মতে, এ নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো ৩৪১ জন। এর মধ্যে নীলফামারী সদরে ১১০, জলঢাকা উপজেলায় ৬৭, ডিমলা উপজেলায় ৪৯, সৈয়দপুর উপজেলায় ৪৭, ডোমার উপজেলায় ৩৯ ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৯ জন। মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৪৩ জন।