পার্বতীপুরের দুই তরুন সমাজসেবী শাহিন ও রাজা মানবতার কল্যানে নিরালস ভাবে কাজ করছেন


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ 

মানুষ মানুষের জন্যে৷ মানব সেবাই সবচেয়ে বড় ধর্ম৷ এই মানুষিকতা নিয়েই মানবতার কল্যানে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন পার্বতীপুরের দুই তরুন সমাজসেবী শাহিন আলম ও মোখছেদুল হাসান রাজা৷
নিজেদের অর্থায়নে কর্মহীন দুঃস্হ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে  নানাভাবে তাঁদের সাহায্য সহযোগীতা করছেন৷ তাঁদের মুখে দু'বেলা দু'মুঠো খাদ্য তুলে দিতে দিনরাত ছুটছেন৷ তারুন্যদীপ্ত এই দুই সমাজসেবী তাদের মানবসেবা মূলক  কর্মকান্ডের মাধ্যমে ইতোমধ্যেই এলাকায় আলোচিত হয়ে উঠেছেন৷
দিনাজপুরের পার্বতীপুরে করোনা ভাইরাস আগ্রাসনে কর্মহীন হয়ে পড়া দুঃস্হ অসহায় মানুষের দিকে সাহায্যে হাত বাড়িয়েছেন স্হানীয় আওয়ামীলীগের তরুন নেতা  শাহিন আলম ও মোখছেদুল হাসান রাজা৷ শাহিন পার্বতীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আর রাজা স্হানীয় আওয়ামীলীগ নেতা ও বেলাইচন্ডী কলেজের প্রভাষক৷ দু'জনের মধ্যে ত্রান সামগ্রী বিতরনের ক্ষেত্রে রয়েছে  যথেষ্ট মিল৷ এই দুই তরুন নিজেদের উদ্যোগে ও অর্থায়নে কর্মহীন দুঃস্হ ও অসহায় মানুষকে নানাভাবে সাহায্য সহযোগীতা করা ছাড়াও ভ্যান যোগে নিজ হাতে বাড়ী মহল্লায় গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন৷  এ সব কর্মকান্ডের কারনে ইতোমধ্যেই তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আলোচিত হয়ে উঠেছেন৷

“কেউ যেন অনাহারে না থাকে এজন্য আওয়ামীলীগের নেতারা যে যেখানে আছেন সামর্থানুযায়ী অসহায়দের পাশে দাঁড়ান” প্রধানমন্ত্রীর এ নির্দেশ অনুযায়ী লক ডাউনে শুরু থেকে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন তাঁরা। প্রতিনিয়তই দিচ্ছেন অসহায় পরিবারের খাদ্যের যোগান। শুধু তাই নয়, পার্বতীপুরের লক ডাউনে থাকা প্রতি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ত্রাণ সরবরাহ করা তাঁদের নিত্যদিনের কাজে পরিনত হয়েছে। । ত্রাণের প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু, ডিম, সয়াবিন ও সরিষার তেল, আটা, ছোলা, লবন, মরিচ, রসুন, হ্যান্ড ওয়াশ ও  সাবান দেয়া হচ্ছে৷

তাঁদের ভাষায়, লক ডাউনসহ কর্মহীন দুঃস্হ অহসায়  দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আগামীতেও এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন তাঁরা

পুরোনো সংবাদ

দিনাজপুর 4890427543520869821

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item