জলঢাকার করোনা শনাক্ত রোগী ঢাকায় গিয়ে চাকুরী করছে!


নীলফামারী প্রতিনিধি নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারী ইউনিয়নের টেঙ্গনমারী গ্রামে এক করোনা শনাক্ত রোগীকে বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। আজ শনিবার সন্ধ্যায় ওই রোগীকে তার বাড়িতে গিয়ে আইসোলেশন ওয়াডে নিয়ে যাওয়ার জন্য এ্যাম্বুলেন্স সহ উপজেলার স্বা¯'কর্মী গেলে বেড়িয়ে আসে চাঞ্চল্যকরন তথ্য। এ নিয়ে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। 
সংশ্লিষ্ট সুত্র মতে উক্ত গ্রামের মবু মিয়ার ছেলে মনজুরুল ইসলাম (২৬)। সে ঢাকা থেকে ১০ মে গ্রামের বাড়িতে স্ত্রী  সহ ঈদ করতে আসে। তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ২৪ মে তার সহ তার পরিবারের সকলের নমুনা নেয় উপজেলা স্বা¯'্য কর্মীরা। ২৫ মে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। ঈদ শেষে একটি মাইক্রোবাস ভাড়া করে সে তার স্ত্রী সহ আরো ১৩ জন ঢাকা চলে যায়। আজ শনিবার (৩০) মে 
মনজুরুল ইসলামের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। 
এ ব্যাপারে মুঠোফোনে করোনা শনাক্ত মনজুরুল ইসলামের সঙ্গে কথা বলা হলে তিনি সকল বিষয় স্বীকার করে জানান বর্তমানে তিনি সু¯' আছেন ও নারায়গঞ্জ জেলার রূপগঞ্জের একটি টেক্সটাইল মিলে চাকুরী করছেন বলে উল্লেখ করেন। 
এ ব্যাপারে জলঢাকা উপজেলা স্বা¯' কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা রোগীকে তার বাড়িতে না পেয়ে তার মোবাইলে কল দিয়ে কথা বলি। তিনি নারায়নগঞ্জের রূপগঞ্জের একটি ট্রেক্সটাইলে চাকুরী করছেন। বিষয়টি আমরা নারায়গঞ্জের স্বা¯' বিভাগকে অবগত করেছি। সেখানে তাকে আইসোলেশন ওয়াডে নেয়া হবে।#

পুরোনো সংবাদ

নীলফামারী 823517958958677309

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item