কুড়িগ্রামে কর্মহীন মানুষের মাঝে জেলা পরিষেদের খাদ্য সহায়তা

কুড়িগ্রাম প্রতিনিধি : 
কুড়িগ্রামে কর্মহীন মানুষের মাঝে জেলা পরিষেদের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ চত্বরে জেলার ৭ শতাধিক কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল ও আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এরমধ্যে ৫৩০ জনকে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও আধাকেজি মশুর ডাল এবং ১৭০ জনকে খাদ্য দ্রব্যে মূল্যের সমপরিমান নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, জেলা আওয়ামীলীগ নেতা সাইদ হাসান লোবান, কাজিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাহবুবা বেগম লাভলী প্রমুখ।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বর্তমান এ পরিস্থিতি যতদিন থাকবে ততদিন কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 3957314220273001270

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item