করোনা সন্দেহে কুড়িগ্রামে ৪ দিনে ১৬ জনের নমুনা সংগ্রহ গত ২৪ ঘন্টায় ১০ জনসহ ৩০ জন হোম কোয়ারেন্টাইনে

কুড়িগ্রাম প্রতিনিধি : 
কুড়িগ্রামে করোনা ভাইরাসের উপসর্গ থাকার সন্দেহে গত ৪ দিনে জেলার ৮ উপজেলায় ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও কারো নমুনা পরীক্ষার ফলাফল আসেনি।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত ৪ দিনে সদর উপজেলায় ৪ জন, ভুরুঙ্গামারী উপজেলায় ৩ জন, চিলমারী উপজেলায় ৩ জন, উলিপুর উপজেলায় ২জন এবং রাজারজাট, নাগেশ্বরী, রৌমারী, রাজিবপুর ১ জনের করে নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় ১০ জনসহ ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৩৫৭ জনের মধ্যে ৩২৭ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। 
কুড়িগ্রামের সিভিল সার্জন মো: হাবিবুর রহমান জানান, জেলায় ৩৫৭ জনের মধ্যে ৩২৭ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এ পর্যন্ত করোনা উপসর্গ সন্দেহে ১৬ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও ফলাফল পাওয়া যায়নি। রেজাল্ট পাওয়া গেলে জানানো হবে।

পুরোনো সংবাদ

হাইলাইটস 3622454066876609541

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item