জলঢাকায় জেলা পুলিশের ত্রান বিতরন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ বিশ্বব্যাপী মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে নীলফামারীর জলঢাকা উপজেলায় জেলা পুলিশের উদ্দ্যোগে দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, বয়স্ক, কর্মহীন ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম। এসময় তিনি উপজেলার মৌলভীবাজার, পৌরসভার পেট্রোল পাম্প, ট্রাফিক মোড়, জেলেপাড়া, সোনালী ব্যাংক মোড়, মাথাভাঙ্গা টিএনটি মোড়সহ বিভিন্ন এলাকায় ২ শত পরিবারের মাঝে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল,  ১ কেজি চিনি, ১ কেজি সোলা, সাবান, লবণ, ডিটারজেন্ট পাউডার ও মাস্ক বিতরণ করেন। 
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) রুহুল আমিন, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও ওসি তদন্ত ফজলুর রহমান প্রমুখ। এসময় পুলিশ সুপার প্রত্যেকটি পরিবারের খোঁজখবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং জরুরী প্রয়োজন ব্যতীত ঘরে থাকার পরামর্শ প্রদান করেন।এছাড়াও তিনি সকল সর্বসাধারনকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের আহ্বান জানান। এর আগে তিনি নীলফামারী সদর উপজেলা ত্রান সামগ্রী কিতরণ করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7645031743331215468

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item