জলঢাকায় চেয়ারম্যান তুহিনের ইউনিয়ন জুড়ে জীবাণুনাশক স্প্রে
https://www.obolokon24.com/2020/04/Jaldhaks.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধ ও নিজ ইউনিয়নবাসীকে সুরক্ষিত রাখতে নীলফামারীর জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নে জীবাণুনাশক পানি দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাঠালী ইউনিয়নে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আ'লীগের দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন। এসময় তিনি জানান, আমার ইউনিয়নের প্রবেশদ্বারের ১৩টি পয়েন্টে জীবাণুনাশক স্প্রে মেশিন বসানো হয়েছে। যাতে করে সকল যানবাহন জীবাণুমুক্ত করা হয়। এছাড়াও সরকারি নির্দেশনা মোতাবেক সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরন ও উঠান বৈঠক কর্মসুচি অব্যাহত আছে। তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের বাড়ী বাড়ী গিয়ে জীবাণুনাশক পানি দিয়ে ভাইরাস ধ্বংসের কাজ করছে ইউপি সদস্যগন। চেয়ারম্যান তুহিনের এইরকম সচেতনতামূলক কর্মকাণ্ডে ইউনিয়নবাসী সন্তোষ প্রকাশ করেন। শিক্ষক নুর আলম বলেন ইউনিয়নের মানুষের পাশে থেকে যেভাবে কাঠালী ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে ইউনিয়নের মানুষ খুশি