সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যানের সচেতনতাম‚লক নানান কর্মসূচী
https://www.obolokon24.com/2020/04/Gabandhs.html
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম কর্তৃক করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা ম‚লক নানান কর্মস‚চী পালন করেই চলছেন।
জানা যায়, তিস্তা নদী ভাঙ্গন কবলিত তারাপুর ইউনিয়নের ২/৩টি মৌজাসহ বিভিন্ন পাড়া-গ্রামের জন সাধারণের মধ্যে বেশ কিছু সংখ্যাক মানুষ জীবন-জীবিকার তাগিদে কাজের সন্ধানে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে থাকেন। এছাড়া, ব্যবসা-বাণিজ্যসহ শ্রম শক্তির আওতায় কিছু কিছু মানুষ বিদেশেও আছেন। এসব মানুষজন নিজ বাড়িতে গমণাগমণ ঘটালে বাধ্যতাম‚লক হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন থেকে ২১ দিন থাকতে হবে। এছাড়া, দেশে বিরাজমান করোনা পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় হিসেবে সরকারের বিধি-বিধান অনুযায়ী অবশ্যই লকডাউন মেনে চলতে হবে। এসব বিধান মেনে করো চলতে খাদ্য সংকটসহ বাজারের প্রয়োজন হলে, তা স্বেচ্ছাসেবীদেরকে জানানোর জন্য অনুরোধ জানান ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম। দেশে বিরাজমান করোনা পরিস্থিতিতে ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইউনিয়নের সকল ওয়ার্ড, পাড়া, গ্রাম, হাট-বাজারগুলো পরিদর্শন প‚র্বক তিনি নিজেই মাইকিং করে ইউনিয়নবাসীকে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাবার জন্য অনুরোধ জানিয়ে চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, “আমি আপনাদের ভালবাসা ও প্রত্যক্ষ সমর্থনে একাধিকবার অত্র ইউনিনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আজকের এই দ‚র্যোগ তথা করোনা পরিস্থিতিতে আপনাদের (ইউনিয়নবাসীর) জন্য সাড়ে ৪’শ স্বেচ্ছাসেবক কাজ করছেন। স্বেচ্ছাসেকবদেরকে আপনাদের কোন সমস্যা জানাতে না পারলে আমাকে জানাবেন। আপনাদের সমস্যা সমাধানে আমি প্রস্তুত। প্রয়োজনে নিজেই বাজার করে গোপনেই আপনাদের বাড়িতে পৌঁছে দিবো। আমি সদা-সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আছি। যতটা সময় পাব, পাশে থেকেই আপনাদের সেবা করে যাবো- ইনশাআল্লাহ্”। চলমান কর্মস‚চীর ধারাবহিকতায় কর্তির দীঘি, ঈমামগঞ্জ বাজার, চরকেরতল, নওহাটী চাচীয়া, গাবের তল, চর খোর্দ্দা, লাট শালার চর, নিজাম খাঁ, নিজাম খাঁ বাঁধের রাস্তা, তারাপুর, মধ্য তারাপুর, কালীরপাট, চৈতন্য বাজার, এমপির মোড়সহ বিভিন্ন রাস্তার মোড় ও পাড়া-গ্রামে অবস্থিত হাট-বাজার সম‚হে সামাজিক দ‚রত্ব বজায় রেখে জনসাধারণের সচেতনতাম‚লক এসব কর্মস‚চী পালনকালে প্রফুল্ল চন্দ্র বর্মণ, আশিকুর রহমান (ভোলা), আঃ মতিনসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ, উদ্যোক্তা রাজু মিয়া, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শফিউল আলম, সমাজসেক যুগল চন্দ্র সরকার, স্বেচ্ছাসেবক লিটন মিয়া প্রম‚খ। কর্মস‚চীর মধ্যে রয়েছে- সচেতনতা সৃষ্টিকল্পে নানাম‚খী উপদেশ, স্যানিটাইজার, মাস্ক ও অসহায় দুঃস্থদেরকে সহায়তা প্রদান।