ডোমার পৌরসভায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চাউল বিতরণ।


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে করোনা ভাইরাস আতংকে হাট-বাজারের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমন সময় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, পৌর প্রশাসন।
বৃহস্পতিবার (১৭এপ্রিল) বিকালে ছোট রাউতা এলাকায় বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
পৌর এলাকার সকল কাউন্সিলরদের কাছে ৪টন চাউল ও ৮শত পিছ সাবান বন্ঠন করেন তিনি। ৯কাউন্সিলর ৩জন সংরক্ষিত কাউন্সিলর ও মেয়রসহ তাদের তালিকা ভুক্ত ৪শত জন অসহায় মানুষের মাঝে মাথা পিছু ১০ কেজি করে চাউল ও ২টি করে সাবান মোট ৪শত পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ সময় ট্যাগ অফিসার হিসাবে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লায়লা নওশীন, ডোমার বহুম‚খী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক মানিকসহ সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু জানান, এর আগে প্রথম পর্বে ২এপ্রিল সরকারের বরাদ্ধকৃত ২টন চাউল ৫কেজি হারে ৪শত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৯এপ্রিল ৫টন চাউল ১০ কেজি হারে ৫শত পরিবারকে দেয়া হয়। তার সাথে ২কেজি আলু, ১টি মাস্ক ও ২টি করে সাবান ছিল। তিনি আরো বলেন, উন্নয়ন তহবিল (এডিবি) র বরাদ্ধকৃত ১লক্ষ ৩৫হাজার টাকা প্রাপ্ত হই। সেই অর্থ হতে ৫শত সাবান, ১০টি স্প্রে মেশিন, ২০ড্রাম বিøসিং পাউডার, ৫শত মাস্ক ও ১শত পিছ হ্যান্ড গেøাব কেনা হয়। যা ইতমধ্যে বিতরণসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনার কারনে আগামীতে মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া বড় ধরণের বরাদ্ধ রয়েছে। যা আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে নিয়ম নিতি মেনে সুষ্ট ভাবে বিতরণ করবো।  
#

পুরোনো সংবাদ

নীলফামারী 1504403055221407539

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item