পার্বতীপুরে সরকারী ও বেসরকারী উদ্যোগে ত্রান সামগ্রী বিতরন অব্যাহত
https://www.obolokon24.com/2020/04/Corona_10.html
এম এ আলম বাবলু,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে গৃহবন্দী হয়ে পড়া দুস্হঃ অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন অব্যাহত রেখেছে পার্বতীপুরের সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্হা৷ ব্যক্তি উদ্যোগেও এ তৎপরতা চলছে৷ সেই সাথে মানুষকে সচেতন করার কাজও করছেন তাঁরা৷
কেউ যেন না খেয়ে থাকে এই মানষিকতা নিয়ে ত্রান বিতরনে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা৷ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক,ইউএনও মোছাঃ শাহানাজ মিথুন মুন্নী,এসি(ল্যান্ড) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু,আমিরুল মোমীনিনসহ অন্যান্যরা৷ সেই সাথে পৌর সভার পক্ষ থেকে ত্রান বিতরন করছেন পৌর মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক৷ ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন বেসরকারী সংস্হার পক্ষ থেকে এমনকি ব্যক্তি উদ্যোগেও ত্রান বিতরন করা হচ্ছে৷ রাজনৈতিক দলগুলোও ত্রান বিতরনে পিছিয়ে নেই৷ তাঁদের পক্ষ থেকেও ত্রান সামগ্রী বিতরন করা হচ্ছে৷ উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন রাতদিন পরিশ্রম করে বিভিন্ন স্হানে ত্রান সামগ্রী বিতরন করছেন৷ প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে৷