সুন্দরগঞ্জে করোনা ভাইরাসে মৃত্যু সন্দেহে দাফন

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট জনীত রোগে লাল মিয়া (৬৫) নামে মৃত ব্যক্তিকে করোনা ভাইরাসে মৃত্যু সন্দেহে পৌরসভার ৩নং ওয়ার্ডের গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এছাড়া, তার পরিবারসহ আরও ৫ বাড়ি লক ডাউন করা হয়েছে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের লাল মিয়াকে শ্বাসকষ্ট জনীত রোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে রাতে তার মৃত্যু হয়। এরপর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে লাল মিয়ার মরদেহ উক্ত কবরস্থানে সংশ্লিষ্ট প্রশিক্ষণপ্রাপ্তরা মিলে (৫ জন) দাফন সম্পন্ন হয়। এছাড়া, মৃত লাল মিয়ার পরিবারসহ আশপাশের আরও ৫ বাড়ি লকডাউন করায় এ উপজেলায় মোট ৩০ বাড়ি লকডাউন করা হয়েছে। মৃত লাল মিয়ার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য তার বিশেষ আলামত নিরুপণের জন্য নিরীক্ষাগারে পাঠানো হয়েছে। এদিকে, করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত করণের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ১ জনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ১’শ ৯৪ জন ও সেলফ আইসোলেশনে রয়েছেন ১ জন। লকডাউন, হোম কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনসহ সেলফ আইসোলেশনে থাকা সকলের প্রতি নিবির পর্যবেক্ষণ ও সেবাদান কার্যক্রম চলছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুভ্রাংশ দেবনাথ বিষটি নিশ্চিত করেছেন।

পুরোনো সংবাদ

হাইলাইটস 6774236286767556606

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item