জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে সৈয়দপুরে রেলওয়ে শ্রমিক লীগের চক্ষু শিবির


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে রোববার (১৫ মার্চ)  নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ক্লাব চত্বরে ওই চক্ষু শিবিরের আয়োজন  করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন সার্বিক সহযোগিতায় রংপুরের দর্শনার দীপ আই কেয়ার ফাউন্ডেশন, চক্ষু হাসপাতাল পরিচালিত চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
 সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু শিবিরের শুভ উদ্বোধন  করেন।
এতে সভাপতিত্ব করেন রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারাখান শাখার সভাপতি মো. নুরুল ইসলাম।
রংপুরের দর্শনার দীপ আই কেয়ার ফাউন্ডেশন পরিচালিত চক্ষু হাসপাতারের মেডিক্যাল অফিসার ডা. মো. আরিফ মাহমুদের নেতৃত্বে চক্ষু শিবিরের কয়েকজন চক্ষু  চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন। এতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন রংপুরের দর্শনার দীপ আই কেয়ার ফাউন্ডেশন, চক্ষু হাসপাতালের ওমর শরীফ।         
 দিনব্যাপী চক্ষু শিবিরে প্রায় তিন শতাধিক চক্ষু রোগীর চোখ পরীক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এছাড়াও আশি জন চোখের ছানি পড়া রোগীকে যাচাই-বাছাই করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে চোখের ছানিপড়া এ সব রোগীদের পর্যায়ক্রমে অপারেশন করা হবে বলে চক্ষু শিবির আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 3155765270727517644

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item