কুড়িগ্রামে সাংবাদিক রিগ্যানের মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিসি’র অপসারণ দাবীতে মানববন্ধন

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়ার প্রতিবাদে ও ডিসি সুলতানা পারভীনের অপসারণের দাবীতে মানববন্ধন করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ। রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা সদরের তিনকোণা মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, সাঃ সম্পাদক রবিউল ইসলাম বেলাল, সাংবাদিক উত্তম কুমার মোহন্ত, আমিনুল ইসলাম, আব্দুল আজিজ মজনু, অলিউর রহমান নয়ন, শাহিনুর রহমান শাহিন, উপজেলা প্রেসক্লাবের সাঃ সম্পাদক জাকারিয়া মিয়া, সাংবাদিক ইউনুস আলী আনন্দ বক্তব্য রাখেন । এ সময় ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দাবিতে মানববন্ধন করেছে রৌমারীর স্থানীয় সাংবাদিকরা। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় রৌমারী প্রেসক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসন মেইন গেটের সামনে রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন করা হয়। এতে উপজেলার সকল সাংবাদিক অংশ গ্রহন করেন।
ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, যগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাখা, রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস, সাংবাদিক শওকত আলী মন্ডল, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম সাজু, শাহাদৎ হোসেন, মাসুদ পারভেজ রুবেল, সাইফুল ইসলাম, নাজিম শাহরিযার, মিন্টু মিয়া প্রমুখ।
বক্তারা সাংবাদিক আরিফুল ইসলামের নি:শর্ত মুক্তি ও কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনসহ জরিত সকলের অপসারনের ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।
প্রসঙ্গত. গত ১৩ মার্চ মধ্যরাতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে তিন জন ম্যাজিষ্ট্রেট ১৫-১৬জন আনসার সদস্য অবৈধভাবে ঘরের দরজা ভেঙ্গে সাংবাদিক আরিফুল ইসলামকে ডিসি অফিসে নিয়ে নির্মম নির্যাতন করে। পরে গভীর রাতে আধা বোতল দেশিয় মদ ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধারের নাটক সাজিয়ে ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item