ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুই যুবক আটক
https://www.obolokon24.com/2020/03/Corona_28.html
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
আটককৃত নূর আলম (২৭) শহরের গোয়ালপাড়া এলাকার আবু তালেবের ছেলে ও মাহফুজ (২৭) পূর্ব হাজীপাড়ার মাহবুব আলমের ছেলে।
ওসি তানভিরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আটককৃত দুই যুবক একটি লিখা পোস্ট করেন। এতে লিখা ছিল ‘ ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে’। খোঁজ নিয়ে এমন কোন তথ্যের সত্যতা পাওয়া যায়নি। এমন গুজবে আতংকিত হয়ে পড়ে ঠাকুরগাঁওয়ের মানুষজন।
পরে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে নুর আলম ও মাহফুজকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি তানভিরুল