সৈয়দপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুরে বাংলা ইশারা ভাষা দিবস-২০২০ পালিত হয়েছে।
ইমপ্রæভড এডুকেশন আইটকামস্ থ্র আর্লি চ্ইাল্ডহুড ডেভেলপমেন্ট সেন্টার্স ইন বাংলাদেশ (আইইও- ইসিডিসিবিডি) প্রকল্পের আওতায়  সিডিডি ও ডিসিডাবিøউ এর সহযোগিতায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সেলফ-হেলপ এন্ড রিহেবিলিটেশন  প্রোগ্রাম -শার্প গতকাল (রোববার) দিবসটিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
 “ইশারা ভাষার প্রমিত ব্যবহার বাক - শ্রবন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের বিমানবন্দর সড়কে শার্প শ্রবন প্রতিবন্ধী শিশু বিকাশ কেন্দ্রে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর প্রাথমিক অফিসার মো. শাহজাহান মন্ডল এবং উপজেলা সমাজ সেবা অফিসার হাওয়া খাতুন।
 সভায় সেলফ- হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম-শার্প এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান আলহাজ্ব মো. মাহবুব-উল-আলম সভাপতিত্ব করেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন শার্প’র প্রশিক্ষণ সমন্বয়কারী মোস্তাহার-উল-আলম ও শ্রবন প্রতিবন্ধী শিক্ষার্থী হেনা তাবাসসুম সানা প্রমূখ।
 গোটা আলোচনা সভাটি সঞ্চালনা করেন  শার্প এর আইইও - ইসিডিসিবিডি প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. শফিকুল আলম।
এর আগে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 4203981423087615836

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item