পঞ্চগড়ে আমের মুকুলে স্বপ্ন দেখছেন আম চাষিরা

মোঃ তোতা মিয়া পঞ্চগড়-
পঞ্চগড়ে আমের মুকুলে স্বপ্ন দেখছেন আম চাষিরা বিভিন্ন অঞ্চলে গেলে এখন চোখে পড়ে বাড়ি বাড়ি আম বাগান। ওইসব এলাকার রাস্তা দিয়ে যেতেই এখন অসংখ্য আমবাগান চোখে পড়ছে। পঞ্চগড় জেলার বিখ্যাত আমের নাম সূর্যপুরী। এটি সাধারণত পঞ্চগড়ের যে কোন এলাকায় বেশি চাষ হয়।
বিশেষ করে আটোয়ারী উপজেলায় বিভিন্ন অঞ্চলে রয়েছে বিশাল বিশাল সূর্যপুরী আম বাগান। বর্তমানে এই ফাল্গুনে এসব আম বাগান দেখতে দর্শনার্থীদের ভিড় জমে। এই আম ইতিমধ্যে সকলের হৃদয় জায়গা করে নিয়েছে। এ আমের পাতলা আটি আর সু মিষ্টি গন্ধ যেন মন কেরে নেয়। বর্তমান জমিতে অন্যান্য ফসল  উৎপাদন যে লাভ হয় আম বাগান করে তার চাইতে কয়েকগুণ বেশি লাভবান হওয়া যায় বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। গত বছর তিনি তার একটি বাগান থেকে সারাদেশে বিষমুক্ত আম সরবরাহ করেন। এছাড়াও তার মত অনেকেই বেকার যুবক এখন বাণিজ্যিকভাবে আম্রপালি আমের বাগানের দিকে ঝুঁকে পড়ছেন। এসব বাগানে গাছ লাগানোর ৩/৪ বছরের মধ্যেই আম পাওয়া যায়। লাগাতার ফল দেয় ১০/১২ বছর। ফলনও হয় ব্যাপক শুধু আম্রপালি নয় বিভিন্ন প্রজাতির গোপাল ভোগ, ল্যাংড়া, ফজলি ও হিম সাগর  আমের আবাদ হচ্ছে। বাগানগুলোতে আমগাছের পাশাপাশি সাথী ফলন হিসেবে অন্যান্য ফসলের ও আবাদ করছে চাষীরা। ইতিমধ্যে বাগানগুলোতে ব্যাপক হারে মুকুল এসেছে। অনেক বাগান আগাম বিক্রি করে দিচ্ছেন ফল ব্যবসায়ীদের কাছে। বড় বড় অনেক আম বাগান দুই তিন বছর কিংবা তার অধিক সময়ের জন্য বাগান অগ্রিম বিক্রি হয়ে যায়। কিছু বাগান বিক্রি হয় মুকুল দেখে। আবার কিছু বাগান বিক্রি হয় ফল মাঝারি আকারের হলে। এখন বাগানের পাশ দিয়ে হাটলেই মুকুলের গন্ধে মন প্রাণ ভরে যায়। বাগান ব্যবসায়ী খোকা মিয়া জানান গত কয়েক বছরের তুলনায় এবছর আবহাওয়া ভালো থাকলে এবারও আমের ফলন ভালো হবে। ব্যবসায়ী ও বাগান মালিকরা বলছেন এবারে আমের মুকুল দেখে আশা করা যায় আমি এর ফলন ভালো হবে আমরাও লাভের মুখ দেখতে পারবো। তবে আমরাও এসব আমের বাগানে ঘুরে মৌমাছির মৌ মৌ গানে অনেকটাই আনন্দ উপভোগ করলাম মনে হয়েছিল কিছুক্ষণের জন্য আমরা অন্য একটি জগতে ছিলাম।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 718614080915630538

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item