পঞ্চগড় আটোয়ারী তে বারি পেঁয়াজ- ১ জাতের উপর মাঠ দিবস

মোঃ তোতা মিয়া পঞ্চগড়-
পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৯ – ২০২০ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুখ্যাতি গ্রামে অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বারি পেঁয়াজ-১ জাতের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানস কুমার রায়, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামশুল আলম বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম, উপজেলা পাট চাষী সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পইমুল হক ও আজহারুল ইসলাম , কৃষক হবিবুল ইসলাম এবং পেঁয়াজ চাষী মকলেছুর রহমান। পেঁয়াজ চাষী মকলেছুর রহমান বলেন, কৃষি অফিসের পরামর্শ নিয়ে এবার ৭৫ শতক জমিতে বারি পেঁয়াজ-১ জাতের আবাদ করেছি। পেঁয়াজের আবাদ দেখে আমার মন আনন্দে ভরে যাচ্ছে। অতিথিবৃন্দ আমার পেঁয়াজের আবাদ পরিদর্শন করে খুশি হয়েছেন। মাঠ দিবসে অন্যান্য কৃষকদেরকেও এ ধরনের পেঁয়াজের আবাদ করার পরামর্শ দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, এলাকার কৃষক-কৃষাণী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8206454322364142114

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item