আগামীকাল কালীগঞ্জে একুশে বই,তথ্য প্রযুক্তি,লোকজ ও শিশুমেলার শুভ উদ্বোধন

নূর আলমগীর অনু, লালমনিরহাট-

শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশ, মানব মুক্তির লক্ষে, জ্ঞান নির্ভর সমাজ নির্মাণ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভাষা শহীদদের পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং অমর একুশের চেতনাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়ার দৃঢ অভিপ্রায় ব্যক্ত করে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের  কালীগঞ্জে তুষভান্ডার পাবলিক লাইব্রেরীর আয়োজনে ১০ দিনব্যাপী একুশে বইমেলা , তথ্যপ্রযুক্তি, লোকজ ও শিশু মেলা ২০২০ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ ঘটিকার সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুভ উদ্বোধন  অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসানের সভাপতিত্বে শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণমন্ত্রী আলহাজ নুরুজ্জামান আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা প্রশাসক মোঃ আবু জাফর, জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা, কালীগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

উক্ত অমর একুশে বইমেলা অবহেলিত পশ্চাৎপদ এ অঞ্চলে প্রথম শুরু হয়েছিল ২০০৭ সালে ছোট্র পরিসরে তুষভান্ডার পাবলিক লাইব্রেরী মাঠ প্রাঙ্গনে। সেই থেকে কালীগঞ্জ উপজেলায় প্রতিবছর বসছে এ অমর একুশে বইমেলা। ধীরে ধীরে কালীগঞ্জ উপজেলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এ বইমেলা। এ মেলা ২০ ফেব্রুয়ারী হতে শুরু হয়ে ২৯ শে ফেব্রুয়ারী পর্যন্ত  বলে জানান আয়োজক কমিটি।
এ বারের বই মেলায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন একুশে পদক ও বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রাপ্ত দ্রোহ ও তারুন্যের কবি অসীম সাহা। মুজিব বর্ষের এ বইমেলাকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাঁজো সাঁজোরব বিরাজ করছে। এবারের বইমেলায় দেখা গেছে মোট ৪৪  টি স্টল স্থান পেয়েছে। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6143864547460850891

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item