ফুলবাড়ীতে থানা পুলিশের সচেতনতামূলক সভা

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: 
‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার থানা পুলিশের উদ্যোগে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল বিষয়ক সচেতনতামূল সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় কলেজের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান।
কলেজের বিএম শাখার বাংলা বিভাগের প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুতের সঞ্চালনায় আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিষ বিন হাছান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাহামুদুল হাসান,কলেজের উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।
এছাড়াও বক্তব্য রাখেন কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা পত্রিকার সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, থানার উপ-পরিদর্শক (এসআই) কমল কিশোর ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরপর দুপুর ১২টায় উপজেলার চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একই প্রতিপাদ্যের ওপর সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আলমের সভাপতিত্বে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিষ বিন হাছান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম,পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুল হাসান ও উপ-পরিদর্শক (এসআই) কমল কিশোর ঘোষ।

পুরোনো সংবাদ

দিনাজপুর 2625637856741091837

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item