পাগলাপীরে আকস্মিক ঘন কুয়াশায় জনজীবন বিপন্ন

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ আকস্মিক ঘন কুয়াশায় রংপুরের পাগলাপীরে জনজীবন বিপন্ন হয়ে পরে। সামবার ভোর থেকে আকস্মিক ভাবে পাগলাপীর সহ অঞ্চল জুড়ে ঘন  কুয়াশা শৈত্য প্রবাহ বিরাজ করায় মানুষজনের জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে পরে।
বিশেষ করে ঘন কুয়াশার কারণে পাগলাপীরে রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে ও জলঢাকা-ডালিয়া-বুড়িমারী সহ জনগুরুত্বপূর্ণ ৫টি সড়কে বাস-কোচ, ট্রাক, কার-মাইক্রো, অটো-সিএনজি সহ দূরপাল্লার ভারী যানবাহন গুলো সকাল ১১টা পর্যন্ত গাড়ীর হেডলাইট জ্বালিয়ে চলাচল করলেও শিক্ষার্থী পথচারীসহ সাধারন মানুষজনের চলাচল অস্বাভাবিক হয়ে পরে। শিক্ষানগরী পাগলাপীরে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতী শিক্ষার্থী, ব্যবসায়ী সহ কর্মজীবী মানুষজন প্রয়োজনের তাগিদে রাস্তায় চলাচল করতে গিয়ে ঘন কুয়াশায় ভিজে গেছে তাদের জামাকাপড়। এদিকে আকস্মিক শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় রাস্তায় কোন কিছু দেখা না যাওয়ায় ৩টি সড়ক দূর্ঘটনা ঘটেছে। তবে পৌনে ৯টায় পাগলাপীর বন্দরের গোল চত্ত্বরে প্রতিনিধি হাবিবুর রহমান সেলিম কুয়াশার ছবি ও তথ্য সংগ্রহ করতে গিয়ে রংপুরগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় সড়কে পরে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। পরে যুবলীগ নেতা রাজু আহম্মেদ সহ স্থানীয়রা তাকে দূর্ঘটনাস্থল হতে উদ্ধার করেন।অপর দূর্ঘটনাটি ঘটে পাগলাপীর বন্দরের ডালিয়া সড়কের সাজু’র কাঠ খরির দোকানের সামনে এবং হাইওয়ে সড়কের হরকলি হাটের মোড়ে।

পুরোনো সংবাদ

রংপুর 4155904509792440215

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item