বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে কৃষিপন্য শুকানো নিষিদ্ধ

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি ঃ বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে ধান শুকানো নিষিদ্ধ,জনগনকে প্রথমবারের মত সতর্ক করলেন তেঁতুলিয়া ভারপ্রাপÍ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল হক।
আজ বিকালে বাংলাবান্ধা হতে তেঁতুলিয়া আসার পথে তিরনইহাট নামক স্থানে মহাসড়কে কৃষকদের কৃষিপন্য ধান-খের শুকাতে দেখতে পায়। এসময় ধানের মালিকদের সাথে কথা বলেন ভারপ্রাপ্ত
 উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল হক।
পরে মহাসড়কে দূর্ঘটনার বিষয়টি ধান মালিকদের অবহিত করে বলেন দূর্ঘটনার পরিমান দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সকলকে সতর্ক থাকতে হবে। বাংলাবান্ধায় স্থলবন্দর হওয়ায় এ মহাসড়কটিতে সব সময় গাড়ী আসা যাওয়া করে। এ সড়কে ধান শুকালে যে কোন সময় সড়ক দূর্ঘটনা ঘটতে পারে। তাই এ মহাসড়কে ধান শুকাতে পারবেন না। পরবর্তিতে মহাসড়কে যে কোন কৃষিপন্য শুকালে বা মাড়াই করলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জড়িমানা করা হবে বলে সতর্ক করে দেন।
ভুক্তভোগীরা বলেন টানা ১৫ দিন যাবৎ সুর্যের মুখ দেখা না যাওয়ায় ও প্রচন্ড শীত অনুভুত হওয়ায় আমরা বাড়ির আঙ্গিনায় ধান শুকাতে পারছিলেননা। আজকে সূর্যের মুখ দেখা যাওয়ায় রাস্তায় ধান শুকাতে এনেছেন। তবে আর কোনদিন রাস্তায় ধান শুকাবো না বলে জানান। #

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6141598781067736068

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item