রংপুর সদর উপজেলার ধনতোলায় মুজিব বর্ষ উপলক্ষ্যে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ও শ্বৈতপ্রবাহ উপেক্ষা করে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার ধনতোলায় ঐতিহ্যবাহী নাট্যসংগঠন ধনতোলা সার্বজনীন নাট্যাগোষ্ঠী সংস্থা’র ব্যবস্থাপনায় মুজিব বর্ষ-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।
গত শুক্রবার রাত ৮ টায় ধনতোলা আর.ইউ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি। এতে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউনিয়ন শাখার সাবেক সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ মোত্তালেবুল হক (প্রভাষক, আনন্দ লোক  ডিগ্রী মহাবিদ্যালয়, বুড়িরহাট, মহানগর, রংপুর), প্রধান পৃষ্ঠপোষক খলেয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মোন্নাফ, সার্বিক সহযোগিতায় ধনতোলার বিশিষ্ট্য সমাজসেবক রনজিৎ কুমার রায়, বিশেষ অতিথী নোহালী ইউপির ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন, বড়বিল ইউনিয়নের ইউপি সদস্য সরকার রানু আহমেদ (শিশু), খলেয়া গঞ্জিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খাদেমুল ইসলাম। ধনতোলা সার্বজনীন নাট্যগোষ্ঠী সংস্থার সভাপতি আব্দুর রব প্রামানিকের সভাপতিত্বে ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐহিত্যবাহী মাগুড়া কলেজের প্রভাষক আনিছ প্রামানিকের সঞ্চালনা ও উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন-নাট্যগোষ্ঠী সংস্থার সম্পাদক আনোয়ারুল ইসলাম(সুপার-ভারপ্রাপ্ত-ধনতোলা বাজার দাখিল মাদ্রাসা), কোষাধ্যক্ষ লাফচু চৌধুরী, সদস্য গোলাম মোস্তফা রানা, সাইদুর রহমান, বিটু সহ আরো অনেকে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিশেষ অতিথী ধনতোলা রেয়াজ উদ্দিন স্কুল ও কলেজের সহপ্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম শাহ্, ধনতোলার বিশিষ্ট্য ব্যবসায়ী সমাজসেবক মোঃ জোনায়েদ চৌধুরী, উত্তর খলেয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, খলেয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্যপ্রার্থী বিশিষ্ট্য সমাজসেবক আবু ফরহাদ হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তারাগঞ্জ ইকরচালী শাখার সিনিয়র অফিসার আব্দুল মালেক প্রামানিক, গংগাচড়া ডিগ্রী কলেজের প্রভাষক সাইয়াদুজ্জামান শাহ, খলেয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও অত্র ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোজাহারুল ইসলাম প্রামানিক তুফান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা বেগম, ধনতোলার বিশিষ্ট্য সমাজসেবক আব্দুর রহিম প্রামানিক, মিডিয়া পার্টনার ছিলেন-পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম(দৈনিক যুগের আলো)। পরে প্রখ্যাত নাট্যকার বাবু রঞ্জন দেবনাথ রচিত ও শ্রী গুরুদাস গোস্বামীর পরিচালনায় “বন্দী বিধাতা” একখানা সামাজিক নাটক মঞ্চায়িত হয়। এর আগে প্রধান অতিথী সহ সকল অতিথীবৃন্দদের নাট্যগোষ্ঠী সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পুরোনো সংবাদ

রংপুর 3182188422243962933

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item