পীরগঞ্জে প্রয়াত ছেলের স্মরণে ইছালে ছওয়াব ও মাহফিল অনুষ্ঠিত


 মামুনুর রশিদ মোরাজুলরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
পীরগঞ্জে এক সাবেক যুগ্ম সচিবের প্রয়াত ছেলের স্মরণে ১১তম ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বাদ আছর উপজেলার বড়দরগাহ ভগবানপুর বালুয়াপাড়ায় (রুদ্রপাড়া) মাহফিলটি হয়েছে। এতে সাবেক যুগ্ম সচিব মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ প্রধান অতিথি এবং প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম বালাচর নাসিরিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোবাশ্বের রাশেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পীরগঞ্জ জামতলা মদিনাতুল উলুম মাদরাসার মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা রেজাউল করিম, কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা জামে মসজিদের খতিব হযরত মাওলানা শামছুল হক (তুফানী), রংপুরের বৈরাতিহাট কাজিপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা শোয়াইব উদ্দিন।
জানা গেছে, পীরগঞ্জের ভগবানপুর বালুয়াপাড়ার কৃতি সন্তান সরকারের সাবেক যুগ্ম সচিব মুক্তিযোদ্ধা আব্দুর রশীদের ১ম পুত্র মোহাইমিনুর রশীদ রুদ্র ১৯৮৪ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহন করে। সে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পুকুরে ডুবে মৃত্যুবরণ করে। শিশু রুদ্রর স্মরণে তার গ্রামে ‘রুদ্রপাড়া জামে মসজিদ’ প্রতিষ্ঠার পাশাপাশি মসজিদ কমপ্লেক্স উন্নয়ন সমিতিও গঠন করা হয়। ওই কমপ্লেক্সের আয়োজনে এবারে ১১তম ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল হলো। এতে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাসহ শত শত নারী-পুরুষ প্রজেক্টরের মাধ্যমে পৃথকভাবে ওয়াজ শোনেন। মাহফিলটি রুহুল আমিন সরকার এ্যাপোলো পরিচালনা করেন।

পুরোনো সংবাদ

রংপুর 2688661764506832643

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item