কুড়িগ্রামের রৌমারী সীমা‌ন্তে চোরাইপথে গরু পাচারের সময় দুই বাংলা‌দে‌শিকে আটক

হাফিজুর রহমান হৃদয়,  কু‌ড়িগ্রাম প্রতিনিধি: 
কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার দাঁতভাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থে‌কে চোরাইপথে গরু আনার সময় দুই বাংলা‌দে‌শিকে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি)।সোমবার ভোররা‌তে উপ‌জেলার দাঁতভাঙা সীমা‌ন্তে তা‌দের আটক করা হয়। এসময় এক‌টি ভারতীয় গরু জব্দ ক‌রে বি‌জি‌বি।
জামালপুর বি‌জি‌বি ৩৫ ব‌্যাটা‌লিয়‌ন অধিনায়ক লে. কর্ণেল এস এম আজাদ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।বি‌জি‌বি জানায়, ক‌য়েকজন বাংলা‌দে‌শি গরু চোরাকারবা‌রি রৌমারীর দাঁতভাঙা বি‌ওপির অধীনস্থ সীমান্ত প‌থে বাঁ‌শের আড়‌কি ও হাসুয়া দি‌য়ে গরু পাচার কর‌ছিল। এসময় বি‌জি‌বি ৩৫ ব‌্যাটা‌লিয়‌নের সুবেদার জয়েন উদ্দিনের নেতৃত্বে এক‌টি বি‌শেষ টহল দল ওই স্থা‌নে অভিযান চা‌লি‌য়ে গরু পাচাররত অবস্থায় আব্দুল হাই সবুজ ও মোখ‌ছেদুল হাসান না‌মে দুই বাংলা‌দে‌শি‌কে আটক ক‌রে। এসময় এক‌টি ভারতীয় গরুও জব্দ ক‌রে বি‌জি‌বি।
আটকৃতরা হলেন, দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত তফের আলীর পুত্র মো: আব্দুল হাই সবুজ (৩২) এবং একই ইউনিয়নের কাউনিয়ারচর গ্রামের আজিউর রহমানের পুত্র মো: মোখছেদুল হাসান। পরে তা‌দেরকে রৌমারী থানা পু‌লি‌শে সোপর্দ করা হয়।

পুরোনো সংবাদ

নির্বাচিত 7810683370928054624

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item