অসহায় ছলেমানের পাশে সাবেক ছাত্রনেতা চয়ন।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
অনলাইন নিউজপোর্টাল অবলোকন এ “ডোমারে অসহায় ছলেমানের মানবেতর জীবন যাপন, দেখার কেউ নেই” শিরোনামে সংবাদ প্রচার হয়।
যার কারণে অসহায় ছলেমানের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ডোমার সরকারী কলেজের সাবেক ভিপি ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন। উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ডোমার চিলাহাটি সড়ক সংলগ্ন বাগডোকরা মিস্ত্রিপাড়া ভালের কুড়া নামক ব্রীজের পার্শ্বে ছলেমানের ভাঙ্গাচুড়া ঘড়টি দেখে।
রোববার অনলাইন নিউজপোর্টাল অবলোকন এ প্রকাশ হওয়া অসহায় ছলেমানের ঘড়টি দেখতে যান সাবেক  ভিপি আসাদুজ্জামান চয়ন। দৃশ্যটি দেখে তিনি ভিষন মর্মাহত হন। তাৎক্ষনিক ভাবে ঘড় নির্মানের জন্য ১বান টিন ছলেমানের হাতে তুলে দেন তিনি। অপরদিকে ইউপি সদস্য হাচানুর রহমান ৬টি বাশঁ দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আসাদুজ্জামান চয়ন বলেন, আসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এমনি ভাবে সকলের সহযোগিতা পেলে অসহায় ছলেমান শীত নিবারণে স্বস্তি পাবে। নিঃসন্তান ৭০ বছর বয়সেও অদ্যবদি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছ থেকে কোন প্রকার সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ছলেমান আলী।

পুরোনো সংবাদ

নীলফামারী 8143123220160695159

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item