পাগলাপীরে কওমী মাদ্রাসার ৭ হাফেজ ছাত্রের পাগড়ী প্রদান

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ দিনব্যাপী নানা আয়োজনে ও ধর্মীয় ভাবগর্ম্ভীয্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রংপুরের পাগলাপীরের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলূম আল কওমীয়া (বখশীপাড়া মাদ্রাসা) এতিমখানা ও লিল্লাহ্ বোডিং এর বিভিন্ন অবকাঠামো, সংস্কার, উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে এবং হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে বিশাল ওয়াজ মাহফিল।
মঙ্গলবার মাদ্রাসা সংলগ্ন মাঠে বাদ মাগরিব হতে অনুষ্ঠিত হয় ৭ হাফেজ ছাত্রের মাথায় পাগড়ী প্রদান এবং বার্ষিক ওয়াজ মাহফিলটি। এতে বিশেষ অতিথী ছিলেন-জাতীয় পার্টির হরিদেবপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারন সম্পাদক মায়ের দোয়া লেমনপুরী জর্দ্দা কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মফিজল ইসলাম জর্দ্দা, ফারইষ্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড পাগলাপীর সাংগঠনিক অফিস এর ইনচার্জ এবং ওয়াল্ড ফেমাস ট্রেনিং ইন্সটিটিউটের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক (বাংলা), পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবু হেনা মোঃ আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট্য সমাজসেবক আলহাজ্ব ডাঃ মোঃ সাহেব আলী, পাগলাপীর বন্দরের রংপুর রোডস্থ মাশরাফী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক সৈয়দ আব্দুর রাসেল, আওয়ামীলীগ হরিদেবপুর ইউনিয়ন শাখার ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ও অত্র ওয়ার্ডের ইউপি সদস্য প্রাথী মোঃ ছাইয়াদুল ইসলাম, পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সহ বিশিষ্ট্যজন। রংপুর মহানগরীর জুম্মাপাড়ার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া করীমিয়া মাদ্রাসার মোহ্তামিম খলিফায়ে ফকিহুল মিল্লাত (রহঃ) আলহাজ্ব হযরত মাওঃ ইদ্রিস আলী (দাঃ বাঃ) এর সভাপতিত্বে  ও দারুল উলূম আল কওমীয়া (বখশীপাড়া মাদ্রাসা) এতিমখানা ও লিল্লাহ্ বোডিং পাগলাপীর এর মোহ্তামিম সুলতান মাহ্মুদ  এর উপস্থাপনা ও পরিচালনায় মাহফিলে ওয়াজ পেশ করেন-হযরত মাওঃ মুফ্তি আহ্মাদুল্লাহ (সিরাজগঞ্জ), মাওঃ মুফিদুল ইসলাম সাইফী (সিরাজঞ্জ), মাওঃ রাশেদ শামসিরী (নীলফামারী), মাওঃ মুফ্তি মো’তাসিম বিল্লাহ  (সৈয়দপুর) সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ। পাগড়ী প্রাপ্ত ৭ হাফেজ ছাত্ররা হলেন- (১)মোঃ বরকতে এলাহী, পিতাঃ মওকত হোসেন, মাতাঃ মোছাঃ আয়শা সিদ্দিকা, গ্রামঃ গোকুলপুর (মুলাপাড়া), ডাকঘরঃ পাগলপীর, উপজেলাঃ রংপুর সদর, জেলাঃ রংপুর। (২) মোঃ মাজহারুল ইসলাম, পিতাঃ জাহেদুল ইসলাম, গ্রামঃ বিড়াবাড়ী, ডাকঘরঃ পাগলপীর, উপজেলাঃ রংপুর সদর, জেলাঃ রংপুর। (৩) মোঃ রফিকুল ইসলাম ,পিতাঃ হুজুর আলী, গ্রামঃ সয়ড়াবাড়ী, ডাকঘরঃ আলমবিদিতর, উপজেলাঃ গংগাচড়া, জেলাঃ রংপুর । (৪) মোঃ আব্দুল আজিজ, পিতাঃ মরহুম মতিয়ার রহমান, গ্রামঃ ঈশ্বরপুর  খোলাহাটি, ডাকঘরঃ লাহিড়ীরহাট, উপজেলাঃ রংপুর সদর, জেলাঃ রংপুর। (৫) মোঃ নাহিদ, পিতাঃ আব্দুল আউয়াল, গ্রামঃ বড়লই, ডাকঘরঃ বড়লই, উপজেলাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম। (৬) মোঃ আব্দুল মুমিন, পিতাঃ মোঃ আইয়ুব আলী, গ্রামঃ পাকুড়িয়া শরীফ, ডাকঘরঃ পাকুড়িয়া শরীফ, উপজেলাঃ গংগাচড়া, জেলাঃ রংপুর। (৭) মোঃ মেফতাহুল, পিতাঃ মোঃ শাহজাহান আলী, গ্রামঃ মন্ডলের হাট-মহানগর, ডাকঘরঃ কেরানীরহাট, উপজেলাঃ রংপুর সদর, জেলাঃ রংপুর। অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে বিশেষ অতিথী বক্তব্যে মোঃ মফিজল ইসলাম জর্দ্দা আগামী হরিদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে অংশগ্রহণের লক্ষ্যে উপস্থিত সকল ধর্মপ্রাণ মা-বোনদের কাছে দোয়া-আর্শিবাদ ও ভোট চান তিনি। এর আগে সভাপতির বক্তব্য শেষে আলহাজ্ব হযরত মাওঃ ইদ্রিস আলী (দাঃ বাঃ) এর দোয়া পরিচালনায় চেয়ারম্যান প্রার্থী মোঃ মফিজল ইসলাম জর্দ্দা, পাগড়ী প্রাপ্ত ৭ হাফেজ ছাত্র এবং অত্র মাদ্রাসা সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

পুরোনো সংবাদ

রংপুর 4214203074938772745

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item