ডোমারে মহান বিজয় দিবস উপলক্ষে ডোমারে আলোকসজ্জা প্রতিযোগিতা।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে মহান বিজয় দিবস উপলক্ষে আলোক সজ্জা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু করে শহড়ের বিভিন্ন প্রতিষ্ঠানে নানা রঙের ঝাড় বাতি দিয়ে অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। শহড় ঘুড়ে দেখা যায়, উপজেলা নির্বার্হী কর্মকর্তা উম্মে ফাতিমা’র নেতৃত্বে পুরো উপজেলা প্রশাসনের কার্যালয়টি আলোক সজ্জায় সজ্জিত করে তুলেছেন।
অপিরদিকে ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওঃ মোসলেহু উদ্দিন শাহ বিকাল থেকে শুরু করে তার প্রতিষ্ঠানটি সাজাতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। এ ছাড়াও আবাসিক প্রকৌশলী (নেসকো) কার্যালয়, ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং দিন ব্যাপী যেখানে বিজয় দিবস পালন করা হবে উপজেলা পরিষদ মাঠটি লাইটিং দিয়ে সাজানো হয়েছে অনেক সুন্দর করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, বিজয় দিবসটি যথাযথ ভাবে পালন করতে এই প্রথম আলোক সজ্জার প্রতিযোগিতা রাখা হয়েছে এবং এর জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে দিবসটি পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

পুরোনো সংবাদ

নীলফামারী 3268853565802768895

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item