নীলফামারীর পেট্রোল পাম্পে সিসি ক্যামেরা স্থাপন করলেন এসপি

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী প্রতিনিধি ॥ “নো হেলমেট, নো ফুয়েল” বাস্তবায়নে নীলফামারীতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে জেলার সকল পেট্রোলপাম্প। রবিবার(১৫ ডিসেম্বর) বিকালে জেলা শহরের বাদিয়ার মোড়ে মুক্তা পেট্রোলপাম্পে ওই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, রবিউল ইসলাম, রুহুল আমিন, নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক সেলিম আহমেদ, আজাদ হোসেন খান প্রমুখ।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম জানান, সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের পূর্বে গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পেট্রোল পাম্পের নিরাপত্তা এবং হেলমেট ছাড়া পেট্রোল দেওয়া হচ্ছে কিনা সেটি মনিটরিং করতে এ পেট্রোল পাম্পে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় মোট ৩৯টি পেট্রোল পাম্প রয়েছে। এরমধ্যে আজ রবিবার পর্যন্ত ১৯টি পেট্রোল পাম্পে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রম বাকিগুলোতে স্থাপন করা হবে। পেট্রোল পাম্প মালিক নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন করছেন বলে জানান পুলিশ সুপার। #

পুরোনো সংবাদ

নীলফামারী 2483018140322158410

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item