নীলফামারীতে ট্রাক্টর-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারী-সৈয়দপুর সড়কের উত্তরা ইপিজেডের সামনে ট্রাক্টর ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।  সোমবার (৩০ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইজিবাইকের ৩ যাত্রীকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামিয়ার রহমান নামে একজন মারা যান। নিহত জামিয়ার রহমান সদর উপজেলার দারোয়ানী বকশিপাড়ার বাসিন্দা। চিকিৎসাধীন অন্য দুজন হলেন-চড়াইখোলা বসুনিয়াপাড়ার ফারুক হোসেন ও একই এলাকার সিপাইটারীর জাহিদুল ইসলাম। তাদের অবস্থা আশঙ্কাজনক।
নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মধ্যে একজন মারা গেছেন। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।
নীলফামারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু ও ২ জন আহত হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 8570155927347628406

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item