ঠাকুরগাঁয়ে কোচিংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক জনের কারাদণ্ড ১৫ দিন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি
সরকা‌রি নি‌র্দেশনা উপে‌ক্ষা ক‌রে ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে কোচিং সেন্টার চালানোর দায়ে আশরাফ আলী‌ নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কন‌ফি‌ডেন্স কোচিং ও ক্রিয়েটিভ কোচিং সেন্টার নামের দুটি কোচিং সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভো‌রবেলা নির্বাহী ম্যা‌জিস্ট্রেট ও সদর উপ‌জেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের নেতৃ‌ত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় কোচিংয়ে পাঠদান অবস্থায় কন‌ফি‌ডেন্স কোচিং সেন্টারের প‌রিচালক আশরাফ আলী‌কে আটক ক‌রা হয়। প‌রে তা‌কে বিধি-নিষেধ উপেক্ষা করে গোপনে কোচিং সেন্টার পরিচালনা করার দা‌য়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষ‌ণিকভা‌বে ক্রিয়েটিভ কোচিং সেন্টার না‌মে আরেক‌টি কো‌চিং সেন্টা‌রে অভিযান প‌রিচালনা করলে ওই প্রতিষ্ঠা‌নের পরিচালক ও শিক্ষক অভিযা‌নের খবর জান‌তে পে‌রে আগেই পালিয়ে যান। প‌রে দু‌টি কোচিং সিলাগালা করে দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন স্থানীয় জনসাধারণকে জেএসসি ও আসন্ন পিএসসি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার চালানো অবৈধ সে বিষয়ে সচেতনামূলক কথা ব‌লেন।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3496977519734585633

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item