সৈয়দপুরে তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধকল্পে খুচরা ব্যবসায়ীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে তামাকজাত দ্রব্যের ব্যবহাররোধকল্পে ধূমপান ও তামাকজাতদ্রব্যের খুচরা
ব্যবসায়ীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে সৈয়দপুর উপজেলা  প্রশাসন  উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা  সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
 প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন সরকার,নারী ভাইস্ চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকারউপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ।
প্রশিক্ষণে ধূমপান ও তামাকজাতদ্রব্যের বিভিন্ন কুফল দিকসমূহ তুলে ধরা হয়েছে। এর আগে ধূমপান ও তামাকদ্রব্যের নানা দিক নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
 শেষে ধুমপানের ক্ষতিকর বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন শ্লোগান লেখা ফেস্টুন সৈয়দপুর উপজেলা পরিষদ মার্কেটের বিভিন্ন পান-সিগারেটের দোকানের সামনে প্রদর্শনের জন্য লাগানো হয়েছে।
 প্রশিক্ষণে ধূমপান ও তামাকজাতদ্রব্যের খুচরা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।     

পুরোনো সংবাদ

নীলফামারী 172440793992955613

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item